October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 17th, 2022, 7:35 pm

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন আমির

অনলাইন ডেস্ক :

আবার গ্লস্টারশায়ার দলে ফিরছেন মোহাম্মদ আমির। এবার দলটির হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন পাকিস্তানের সাবেক এই পেসার। আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহর বদলি হিসেবে আমিরকে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায় গ্লস্টারশায়ার। ৩০ বছর বয়সী আমির এই মৌসুমের শুরুতে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লস্টারশায়ারের হয়ে দুটি ম্যাচ খেলেন নাসিমের বদলি হিসেবে সুযোগ পেয়েই। দলটির হয়ে শুক্রবার তার টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে সমারসেটের বিপক্ষে। তার খেলা অবশ্য নির্ভর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পাওয়ার ওপর। নাসিম কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচ খেলতে নেমেই চোট পেয়েছিলেন কাঁধে। সেরে উঠে গ্লস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি খেলেন তিনটি ম্যাচ। তার বাবা অসুস্থ হয়ে পড়ায় এই মাসের শুরুতে দেশে ফেরেন ১৯ বছর বয়সী এই পেসার। পরে তার বাবার শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি আর ব্রিস্টলে ফেরেননি। টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ২০২০ সালের ডিসেম্বরে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন দেশের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলা আমির। সবশেষ তিনি টি-টোয়েন্টি খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে, গত ডিসেম্বরে। টি-টোয়েন্টি ব্লাস্টে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চার জয়ে ৯ পয়েন্ট নিয়ে সাউথ গ্রুপে চার নম্বরে আছে গ্লস্টারশায়ার। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই আছে তারা।