October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 18th, 2022, 8:17 pm

টুইট সরাতে ‘বাধ্য হলেন’ মাস্ক

অনলাইন ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে একটি মিম টুইটারে শেয়ার করেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। গত বুধবার রাতে তিনি এটি শেয়ার করেন। যদিও গত বৃহস্পতিবার এ টুইট সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার বলছে, এ মিম টুইট করার পর হাজারো নেতিবাচক মন্তব্য করা হয়েছিল। এরপর তিনি টুইটটি মুছে দেন। কানাডায় বেশ অনেকদিন ধরেই করোনাভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের আন্দোলন চলছে। এ আন্দোলনকারীদের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান বন্ধে ট্রুডোর পরিকল্পনা সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে টেসলার প্রধান নির্বাহী এ মিম টুইট করেন। এ টুইটে ছিল হিটলারে ছবি। যেখানে লেখা ছিলÑআমাকে ট্রুডোর সঙ্গে তুলনা করা বন্ধ করুন, আমার একটা বাজেট ছিল। তবে এ বিষয়ে মাস্ক কোনো মন্তব্য করেননি। এদিকে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিটি মাস্কের এ টুইটের জন্য ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। এ টুইটের জন্য টেসলার প্রধান নির্বাহীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। যদিও এবারই মাস্ক কানাডার আন্দোলনকারীদের প্রথম সমর্থন করেছেন তা নয়। এর আগেও তাকে এ বিষয়ে টুইট করতে দেখা গেছে। টুইটারে ব্যাপক জনপ্রিয় টেসলার এ প্রধান নির্বাহী। তার রয়েছে ৭৪ মিলিয়ন অনুসারী। একে টেসলার অন্যতম বিপণন মাধ্যম হিসেবে দেখা হয়।