অনলাইন ডেস্ক :
রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম তাদের হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।
সিএমএম আদালতের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, তাদের কারো পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এর আগে বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা ওই এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক