October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 9:00 pm

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া-মোনাজাতে অংশ নিয়েছেন।

তাঁর বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সঙ্গে তিনি ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা ও ১৫ আগস্টের গণহত্যায় নিহত অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাত করেন।

এসময় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং সেই সঙ্গে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর দাদা ও বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও দাদি শেখ সায়েরা খাতুনের কবরেও দোয়া করেছেন।

তাঁর দাদী শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালের এই দিনে (৩১ মে)তিনি মৃত্যুবরণ করেছিলেন।

প্রধানমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য ও স্বজনরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

—ইউএনবি