অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ২৪ নভেম্বর হাতিরঝিলে হবে ‘টু গাজা ফ্রম ঢাকা’ শিরোনামের কনসার্ট। কনসার্টটি হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। অনুমতি না পাওয়ায় কনসার্টটি এখন হবে হাতিরঝিলের এম্ফি থিয়েটারের মঞ্চে। কনসার্টের টিকিট বিক্রির টাকা পাঠানো হবে ফিলিস্তিনে। টিকিটের পাশাপাশি যে কেউ ডোনেশন হিসেবেও টাকা পাঠাতে পারেন। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরক ওয়েবসাইটে। এই কনসার্টে যেসব ব্যান্ড দল ও শিল্পী পারফরম করবেন তাঁদের কেউই পারিশ্রমিক নেবেন না।
ব্যান্ডদলগুলোর মধ্যে থাকবে মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশন, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার। সংগীতশিল্পীদের তালিকায় রয়েছেন মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান. রেজাউল করিম লেমন, আহমেদ হাসান সানি, অভিষেক ভট্টাচার্য্যসহ অনেকে। এই কনসার্টে অতিথি হিসেবে থাকবেন প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী। ২৪ নভেম্বর শুক্রবার দুপুর ২টায় শুরু হবে কনসার্টটি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ