September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 24th, 2022, 1:16 pm

টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দুপুর ২টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়ার আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (১৯) এবং তার দুই মাস বয়সী ছেলে মো. আসওয়াত।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে উপপরিদর্শক (এসআই) জাহেদ বলেন, দুপুরে লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক নারী ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

—ইউএনবি