অনলাইন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিপাতে হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজ পাড়ায় স্থানীয় সৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ শিশু মাটি চাপা পড়ে। স্থানীয়রা তাদের মাটি খুড়ে বের করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আর কেউ মাটি চাপা পড়ে আছে কিনা তা দেখতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন।
আরও পড়ুন
ধানের দাম কম : উৎপাদন খরচ ফেরত পাচ্ছে না চাষীরা, ক্ষতির মুখে কৃষক
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে এমপি মোস্তাফিজুরকে শোকজ
আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর