October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 29th, 2022, 2:26 pm

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ, ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা,কারেন্ট জাল ও মাদক কারবারে ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়েছে। এসময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়াক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটকরা হলেন- টেকনাফ সাবরাং মিস্ত্রিপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. তৈয়ব (১৯) ও জাদিমোড়া ক্যাম্প ব্লক এ/৬ এর বাসিন্দা মৃত ফজল হকের ছেলে মো. শহিদ (২০)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ দক্ষিণ ট্রলারঘাট এলাকায় বিজিবি নজরদারি রাখা হয়। এদিন দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করে ট্রলারটি জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—ইউএনবি