December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 5th, 2024, 7:57 pm

টেলিকমে কর ও শুল্ক: এমটবের ২১ দফা প্রস্তাবনা

আগামী বাজেটে টেলিকমে কর ও শুল্কের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ২১ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন দেশের মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিরা।

মঙ্গলবার প্রাক-বাজেট সভায় এ প্রস্তাবনা তুলে ধরেন তারা।

এমটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.) বলেন, এদেশে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট প্রাপ্তির অন্যতম প্রধান উৎস মোবাইল শিল্প খাত। এই শিল্পের অবকাঠামোর ওপর দেশের সার্বিক ডিজিটাইজেশন প্রত্যক্ষভাবে নির্ভরশীল। কিন্তু এই খাতের ওপর বিবিধ কর দেশের অন্যান্য খাতের চেয়ে এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট বেশি।

এই বিষয়গুলো জাতীয় রাজস্ব বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সুপারিশসমূহ তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

দেশে ডিজিটাইজেশনে সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে এনবিআর গুরুত্ব সহকারে বিষয়গুলো বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন এমটব পরিচালক।

কর আরোপ ও দ্বৈতকর এড়ানো, সরকারি সংস্থাসমূহের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা স্পষ্ট করা, কর্পোরেট করের উচ্চহার নিয়ন্ত্রণ, ন্যূনতম কর সমন্বয় করা, সিম সরবরাহের ওপর মূল্য সংযোজন কর (মূসক), সরকারি নিয়ন্ত্রক সংস্থার ওপর মূসক নিয়ন্ত্রণ এবং টেলিকম মেশিনারি, ইকুইপমেন্ট ও সফটওয়্যারের জন্য পৃথক এইচএস কোডের বিষয়ে সভায় উত্থাপিত প্রস্তাবনায় সুপারিশ করা হয়।

—–ইউএনবি