November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 13th, 2021, 4:01 pm

টেস্ট র‍্যাংকিংয়ে পয়েন্ট কমল বাংলাদেশের

ফাইল ফটো

নিউজ ডেক্স :

আইসিসির হালনাগাদ করা টেস্ট র‍্যাংকিংয়ে পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ হারের কারণে পয়েন্ট হারাল টাইগাররা। কিন্তু পয়েন্ট কমলেও র‍্যাংকিংয়ের ৯ নম্বর স্থান ধরে রেখেছে তারা।

র‍্যাংকিংয়ে শীর্ষে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ড। নতুন র‍্যাংকিংয়ে ১ পয়েন্ট যুক্ত হয়েছে ভারতের নামের পাশে। ১২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ভারত। এরপরই দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২০। এ ছাড়া অস্ট্রেলিয়াকে টপকে তিন নম্বরে গেছে ইংল্যান্ড। ইংলিশদের পয়েন্ট ১০৯ পয়েন্ট।

৯৪ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থান ধরে রেখেছে পাকিস্তান। দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ৮০ পয়েন্ট নিয়ে সাতে আছে দক্ষিণ আফ্রিকা এবং আট নম্বরে অবস্থান শ্রীলঙ্কার।

৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে। টাইগারদের রেটিং পয়েন্ট ৪৬। জিম্বাবুয়ে আছে ১০ নম্বরে। তাদের পয়েন্ট ৩৫।

তবে টেস্ট স্ট্যাটাস থাকলেও আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের জায়গা হয়নি র‍্যাংকিংয়ে। পর্যাপ্ত ম্যাচ না খেলায় তারা র‍্যাংকিংয়ের বাইরে আছে।