October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 8th, 2021, 12:33 pm

টোকিওতে ভূমিকম্প, ২০ জনের বেশী আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ২০ জনের বেশী লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পে কোন সুনামির ঝুঁকি নেই।
ভূমিকম্পে ভবনগুলো দুলতে থাকে। যাত্রীরা আটকা পড়ে, দোকানপাটের সেলফ থেকে পণ্য সামগ্রী খসে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের ফোন থেকে সতর্কতা জানানো হয়। যাতে তাদের নিরাপদ আশ্রয় নেয়ার সময় দেয়া হয়।
জাপানের আবহাওয়া এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বে চিবা অঞ্চলে। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৮০ কিলোমিটার গভীরে। এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
যাক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ।