October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 6:23 pm

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝলসে গেছে মৃতের শরীরের অধিকাংশ চামড়া। উপজেলার লতাচাপলি ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রবিবার সকালে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।