নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো ‘ট্রি অব পিস’ পুরস্কার প্রদান করেনি বলে শিক্ষামন্ত্রীর এমন দাবির একদিন পর বৃহস্পতিবার(২৮ মার্চ) একটি বিবৃতি দিয়েছে ইউনূস সেন্টার।
বিবৃতিতে ইউনূস সেন্টার জানায়, ২০২৪ সালের ১৪-১৬ মার্চ প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় বাকু ফোরাম একাদশে বিশিষ্ট বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
এতে বলা হয়, বাকু ফোরামের আয়োজক নিজামি গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সেক্রেটারি জেনারেল রোভশান মুরাদভ ইউনূস সেন্টারে পাঠানো এক ইমেইলে জানান, সম্মেলনে ভাষণ দেওয়া ছাড়াও সম্মেলনের সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেস্কোর পুরস্কার গ্রহণ করতে পারবেন।
প্রফেসর ইউনূস ইউনেস্কো থেকে একটি পুরস্কার গ্রহণ করবেন বলেও ইমেইলে উল্লেখ করা হয়।
বাকু ফোরামের সমাপনী নৈশভোজে প্রফেসর ইউনূসকে ১৬ মার্চ মঞ্চে ‘ট্রি অব পিস’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যোগদানের জন্য বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়।
ইউনূস সেন্টার তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনেস্কোর এই পুরস্কারের কথা উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রফেসর ইউনূসকে যে ‘ট্রি অব পিস’পুরস্কার দেওয়া হয়েছিল, সেই একই শিল্পীর ভাস্কর্য যা স২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, প্রফেসর ইউনূস ২০২৩ সালের জুনে ইউনেস্কো সদর দপ্তর পরিদর্শনকালে ইউনেস্কোর ‘ফিট ফর লাইফ’ ফ্ল্যাগশিপের প্রেক্ষাপটে খেলাধুলার মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ইউনেস্কো এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি সই করেন।
এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান মহিবুল হাসান চৌধুরী বলেন, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো ‘ ট্রি অব পিস’ পুরস্কার দেয়নি।
তিনি বলেন, আজারবাইজানের গঞ্জাভি ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. ইউনূসকে ইসরাইলের একজন ভাস্কর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করেন।
মন্ত্রী বলেন, ইউনেস্কো থেকে পুরস্কার পেয়েছেন বলে ড. ইউনূস যে দাবি করেছেন তা অসত্য।
—–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক