অনলাইন ডেস্ক :
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এর প্রথম অরিজিনাল কনটেন্ট ‘আমি কী তুমি’ ট্রেইলার প্রকাশ পেয়েছে। আড়াই মিনিটে জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের নির্মাণে এই ট্রেলারটি দেখে দর্শক মুগ্ধ হয়েছেন। এতে দেখা গেছে মেহজাবীন, জুনায়েদ বাগদাদী, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলাসহ অনেককে। ট্রেলারে গল্প রহস্য আর উত্তেজনা সৃষ্টি করেছে। দর্শক এর ট্রেলারে জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌকে দেখে রীতিমত চমকে উঠেছেন। আরও দেখা গেছে তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সেন্টুকে। রোববার সন্ধ্যায় ট্রেলারটি উন্মোচনের পর দর্শকরা জানাচ্ছেন, কনটেন্টটি দেখার জন্য তাদের আগ্রহ বেড়েছে। ইউটিউব এবং ফেসবুকে ‘আমি কী তুমি’র ট্রেলার দেখে শত শত দর্শক মন্তব্যে বলছেন, দীর্ঘদিন পর ভালো কনটেন্ট পাচ্ছেন তারা। কেউ কেউ মন্তব্যে লিখছেন, এমন সিনেমাটোগ্রাফি, বিজিএম এবং ভিন্ন ভিন্ন গল্পে নির্মাণ হলে বাংলা কনটেন্ট অতি শিগগির বিশ্ব জয় করে ফেলবে।
আবার কেউ কেউ লিখছেন, ভয়ানক সুন্দর কিছু পেতে যাচ্ছি। অসাধারণ কিছু আসতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন পর মেহজাবীনের নতুন কোনো কনটেন্ট দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্তরা। আতাউর রহমান মাসুম নামে একজন লিখেছেন, মিডিয়া, প্যারানরমাল এক্টিভিটিস, খুন, তদন্ত সবমিলিয়ে ট্রেলার টা আগ্রহ ও উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে। এতে যাদের নেওয়া হয়েছে সেই হিসেবে কাস্টিংয়ে ফুল মার্ক পেতে পারেন ভিকি জাহেদ। ট্রেলারটি জাস্ট ওয়াও, মাইন্ড ব্লোয়িং! কেউ আবার ভিকি জাহেদের এই কাজের জন্য মুখিয়ে থাকার কথা বলছেন। এদিকে, আইস্ক্রিন কর্তৃপক্ষ জানায়, ২৭ জুলাই ‘আমি কী তুমি’ মুক্তি পাবে। ‘আমি কী তুমি’ ওয়েব সিরিজ বড় পরিসরে নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’ খ্যাত এই নির্মাতা বলেন, থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো কাজ আছে, যা দর্শক নন্দিত। আইস্ক্রিন’র যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।
আরও পড়ুন
তিন সিনেমা মুক্তির অপেক্ষায় তুষি
ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা
নারী নিরপত্তায় কড়া পদক্ষেপ চান: রুক্মিণী