October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 24th, 2022, 7:46 pm

ট্রেলারে হাজির প্রসেনজিৎ-মিথিলা

অনলাইন ডেস্ক :

চেহারা অনেকটা এক হলেও কি আসলেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে ওঠা যায়? তার অগণিত ভক্ত, গ্রাম বাংলা থেকে শহরের আনাচে কানাচে বাংলা সিনে ইন্ডাস্ট্রি মানেই বুম্বাদা। আর এবার নিজের ভক্ত সাজলেন নিজেই! ১৭ জুন মুক্তিপ্রতিক্ষীত ‘আয় খুকু আয়’ ছবির বড় টুইস্ট যেন এখানেই। যার ট্রেলার প্রকাশ হলো সম্প্রতি। দুই মিনিটের এই ট্রেলারের মধ্য দিয়ে উঠে এসেছে বাবা প্রজেনজিৎ আর মা মিথিলার গল্প। তাদের মাঝে রয়েছে একমাত্র সন্তান দিতিপ্রিয়াও। রূপালি পর্দার প্রসেনজিৎ-ই একমাত্র ধ্যান জ্ঞান বাস্তবের নির্মলের। এই নির্মলের চরিত্রে পর্দায় অভিনয় করলেন বাস্তবের প্রসেনজিৎ। তিনি এই ছবিতে ডুপ্লিকেট বুম্বা। চেহারায় অনেকটা মিল, সেই কারণেই একসময় নায়ক বুম্বা সেজে স্টেজে অভিনয় করতেন। এখন বয়সের ভাঁজে শরীরের জোর কমেছে, টাক পড়েছে। তার আর সেরকম ডাক খোঁজ নেই। যথারীতি তাকে কথা শোনানোর লোকেরও অভাব নেই, কেউ বলছেন ‘টেকো পোসেন’, আবার কেউ কেউ তাকে স্টেজে দেখামাত্রই জুতো ছুঁড়ে মারছেন! এদিকে দিতিপ্রিয়া অভিনয় করছেন তার মেয়ে বুড়ির চরিত্রে। ছোট থেকে নাচের খুব শখ। বাবার আড়ালেই, পাড়ার মঞ্চে অনুষ্ঠান করে সে। কিন্তু মেয়েকে প্রশ্রয় দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই নির্মলের। দীর্ঘদিন স্টেজে অভিনয় করার পরেও ব্যর্থ হয়েছে সে, স্টেজ তাদের কিছুই দেয়নিৃ তাই পুনরায় মেয়ের ব্যর্থতা দেখতে একেবারেই সে নারাজ। আর এই দিতিপ্রিয়ার মায়ের ভূমিকায় দেখা গেছে ঢাকাই অভিনেত্রী মিথিলাকে। ছবিটি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এতে একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছি। অনেক বড় কিছু না। কিন্তু বুম্বা দা’র সাথে পর্দা ভাগ করাতো বড় ব্যাপার।’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এই চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে সবধরনের ইমোশন। ছবিতে রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন, সোহিনী সেনগুপ্ত- এই প্রথম, এমন দাপুটে-ডাকসাইটে এবং দুর্নীতির চরিত্রে তাকে দেখা যাবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস