October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 1:58 pm

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়কের চিলাছাপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ভাকুড়া বাগমারা গ্রামে মৃত ফাকাসু মোহাম্মদের ছেলে করিমুল ইসলাম (৪৫) ও তার ছেলে আরমান হোসেন (১৪)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, করিমুল ইসলাম ও আরমান হোসেন ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে চিলাছাপা এলাকায় পীরগঞ্জ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা করিমুল ইসলাম নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত আরমান হোসেনকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

—ইউএনবি