September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 7th, 2023, 8:28 pm

ডলারের বিপরীতে তুর্কি লিরার বড় দরপতন

অনলাইন ডেস্ক :

মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার বড় দরপতন হয়েছে। বুধবার (৭ জুন) ডলারে বিপরীতে সাত শতাংশ পতন হয়েছে, যা দৈনিকভিত্তিতে ২০২১ সালের বিপর্যয়ের পর প্রথম ঘটনা। এমন পরিস্থিতিতে দেশটির ব্যবসায়ীরা মনে করছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে সরে এসে উন্মুক্ত বাজার ব্যস্থায় প্রবেশ করতে পারে তুরস্ক। খবর রয়টার্সের। সম্প্রতি পুনরায় প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এরপরই নতুন করে চাপে পড়ে লিরা। বুধবার (৭ জুন) ডলারের বিপরীতে লিরার মান কমে দাঁড়ায় ২৩ দশমিক ১৭ লিরা। অর্থাৎ এক মার্কিন ডলার সমান ২৩ দশমিক ১৭ লিরা। ফলে এ বছর লিরার পতন হয়েছে ১৯ শতাংশ। এই বছরের বেশির ভাগ সময় ধরে কর্তৃপক্ষ লিরাকে স্থিতিশীল রাখতে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ ব্যবহার করেছে।

এতে গত মাসে তুরস্কের রিজার্ভ কমে চার দশমিক চার বিলিয়ন ডলার স্পর্শ করে। কারণ নির্বাচনের সময় ডলারের চাহিদা বেড়ে যায় দেশটিতে। তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন এরদোয়ান। এরদোয়ানের মন্ত্রিসভায় সাবেক প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেত সিমসেককে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ ছাড়া স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাড়া এরদোয়ানের মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করা হয়েছে। ১৮ সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ।

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী ইয়ারলিকায়া। প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইয়াসার গুলার, তিনি তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল। শিক্ষামন্ত্রী দায়িত্ব পেয়েছেন ইউসুফ তেকিন। আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি। পরিবার ও সমাজসেবা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাহিনুর ওজদেমি। যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওসমান আসকিন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফাহরেত্তিন কোচা, তিনি স্বাস্থ্যমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।