July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 6th, 2023, 7:54 pm

ডাক্তার-নার্স পরিচয়ে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৬: ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বুধবার ডাকাত দলের নেতাসহ ছয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদেরকে চিকিৎসক ও নার্স পরিচয় দিয়ে অ্যাপ্রোন, মাস্ক ও আইডি কার্ড পরে ঢাকার বিভিন্ন স্থানে মানুষের বাড়িতে ডাকাতি করত।

ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-কমিশনার ফারুক হোসেন জানান, অভিযানে ছয়টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও দুটি ব্যাগ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আফসানা আক্তার এশা ওরফে মিম (২২), তন্ময় বিশ্বাস (৩০), স্বপন শেখ (৪৫), নুরুল ইসলাম (২৭), কলিম উদ্দিন কালু ওরফে কলিউল্লাহ (৪০) ও মো. মোখলেছুর রহমান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশের একটি দল বুধবার গুলশান এলাকা থেকে এই চক্রের কথিত মূল হোতা আফসানা আক্তার এশা ওরফে মিমকে গ্রেপ্তার করে। পরে আফসানার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তার পাঁচ ‘সহযোগীকে’ গ্রেপ্তার করে।

ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

তাদের বিরুদ্ধে গুলশানসহ বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা ও দুটি পরোয়ানা জারি করা রয়েছে।

—ইউএনবি