November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 3:20 pm

ডামুড্যায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):

শরীয়তপুর ডামুড্যা উপজেলার উপজেলায় নির্বাহী অফিসারের সভাকক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনে সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম, স্বাগত বক্তব্য রাখেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়নের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।