জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডামুড্যা উপজেলায় অস্বচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৫ই আগস্ট সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১০ ঘটিকায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিভিন্ন বিদ্যালয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাইদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, ডামুড্যা থানা ওসি শরীফ আহমেদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা শেখ মোস্তফা, উপজেলা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ গোলন্দাজ, সরকারি আব্দুল রাজ্জাক কলেজের অধ্যক্ষ জহির উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, উপজেলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইন্সেট্রাক্টর ফয়জুল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানমসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি