September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 3rd, 2022, 8:13 pm

ডামুড্যায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা উপজেলার ৩রা মার্চ সকাল ১০ ঘটিকায় আলহাজ্ব ইমাম উদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়য়ে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ। অন্যান্য কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কাজ করে যাচ্ছেন। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। উপস্থাপক সজীব দত্ত বলেন অনুষ্ঠান টি গত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ১৯ মার্চ শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার করা হবে।