October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 17th, 2022, 3:11 pm

ডামুড্যায় দারুল আমান উচ্চ বিদ্যালয়ের শপথ পাঠ

জেলা প্রতিনিধি:  ডামুড্যা (শরীয়তপুর) :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে দেশ প্রেম মন্ত্রে উজ্জীবিত করণ ও সামজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান ওসি শরীফ আহম্মেদ। শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ। প্রতিপাদ্য সামনে রেখে বুধবার ১৭ আগষ্ট দারুল আমান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মিতব্যয়িতা, বৃক্ষ রোপন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং নানা বিষয় নিয়ে জন সচেতনতামূলক আলোচনা করেন। আলোচনার প্রধান অতিথি ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল আমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ ইমদাদুল হক ইনু বেপারী। এ সময় উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এসআই সিরাজুল ইসলাম, এসআই মুকুল সহ শিক্ষকবৃন্দ।