October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 11th, 2021, 8:53 pm

ডামুড্যায় ৪৯তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ডামুড্যা উপজেলা শাখার ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার ( ১১ই অক্টোবর)  সকাল ১০.০০ ঘটিকায় বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা যুবলীগের কার্যালয়ে একত্রিত হয়ে উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস অহিদ এর নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ডামুড্যা বন্দরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে যুবলীগের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। কেক কেটে দোয়া ও মুনাজাতের
মধ্য দিয়ে আলোচনা সভা শেষ করেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হুময়ুন করিব বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার। বিশেষ অতিথি জেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর
বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সরদার, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের প্রাক্তন ভিপি বর্তমান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক মিয়া, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাচ্চু মাদবর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা
ছাত্রলীগের প্রাক্তন সভাপতি আমার রাজ্জাকের আহবায়ক মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, পৌরসভা যুবলীগের জয়েন সেক্রেটারী জাকির হোসেন সুমন ছৈয়াল, এসময় উপস্থিত ছিলেন শিধলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমীন উদ্দিন ঢালী, ইসলামপুর
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল মোল্যা, সাবেক ছাত্রলীগের নেতা আলমগীর মাল সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।