October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 17th, 2022, 8:39 pm

ডামুড্যা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৬ই এপ্রিল উপজেলা কোর্ট মসজিদ মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্বণির্ভর শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক (এমপি)। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির বাচ্চু ছৈয়ালের সভাপতিত্বে ইফতার ও দোয়ার বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেট আবু সাইদ। ডামুড্যা পৌরসভা মেয়র মোঃ রেজাউল করিম রাজা ছৈয়াল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাধারণ সম্পদক শফিকুল ইসলাম শামীম, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমার রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর। ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম। পূর্ব ডামুড্যা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, ধানকাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মাওলা রতন, সিড্যা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা। এছাড়াও ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ওলামা লীগ, শ্রমিক লীগ সকল অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালানা করেন কোট মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনার্থে দোয়া করা হয়।