October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 16th, 2022, 8:45 pm

ডামুড্যা টিসিবি’র কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় টিসিবি’র কার্ড বিতরণ উপলক্ষ্যে বিভিন্ন ডিলার, ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন। ১৬ মার্চ সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহম্মেদ বলেন সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিম্ন আয়ের মানুষের মধ্যে মাহে রমজান উপলক্ষ্যে চাল চিনি ডাল সয়াবিন তেল ৪৬০ টাকায় প্যাকেজ বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৬৮১টি টিসিবি’র কার্ড বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যগণ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।