December 1, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 3:18 pm

ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুরের ডামুড্যায় মঙ্গলবার (১৫ই নভেম্বর) উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য “দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্র সামনে রেখে ফায়ার সার্ভিস অফিস কক্ষে শুভ উদ্ভোধনের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, জীবন রক্ষাকারী তাদের নিজের জীবনকে বিপদে ফেলে আমাদের লাইফকে সেভ করে এবং কি তাদের কোনো শুক্রবার ও শনিবার নেই যেকোন সময়ে যেকোনে পরিস্থিতিতে তারা সমসময় প্রস্তুত থাকে। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছে আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ মোল্যা সভাপতিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম প্রমুখ।