October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 8th, 2022, 2:15 pm

ডামুড্যা হামিদিয়া কামিলা মাদ্রাসার ৮২ তম প্রতিষ্ঠা বার্ষিকতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

ডামুড্যা ঐতিহ্যবাহী হামিদিয়া কামিল মাদ্রাসার ৮২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন তাফসির করেন হযরত মাওলানা মফিজুর রহমান খোকা (ভারত)। মাহফিলে বিভিন্ন উপজেলার পুরুষ ও মহিলা মুসল্লিগণ অংশগ্রহণ করেন। মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ¦ খালেদুর রহমান বলেন মুসল্লিরা যাতে শীতে ওয়াজ শুনতে কষ্ট না পায় সেজন্য উপরে ছামিয়ানা, নিচে হোগলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহফিল শেষের দিনে দেশ ও দশের জন্য দোয়া এবং তবারকের ব্যবস্থা করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিল উপলক্ষে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে হামদ, নাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শেষের দিনে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাছলিম উদ্দিন।