গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আজ (বৃহস্পতিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
সকাল ১০টা ৫ মিনিটে বারডেম হাসপাতালের হিমঘর থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এবং দুপুর ১টা পর্যন্ত সেখানে রাখা হয়।
ডা. জাফরুল্লাহকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়।
দুপুর আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০টায় তার মরদেহ সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। বাদ জুমা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ৮১ বছর বয়সে মঙ্গলবার রাতে মারা যান।
—-ইউএনবি
আরও পড়ুন
ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকা ও কালিয়াকৈরে বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে
খুলনা সিটি নির্বাচন: ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে বসানো হচ্ছে ২ হাজার সিসিটিভি ক্যামেরা