November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 1st, 2022, 7:14 pm

ডিএনসিসি ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অফিস ভবনে বৃহস্পতিবার আগুন লেগেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সকাল সোয়া ৭টার দিকে ভবনের সপ্তম তলায় লিফটের পাশে অবস্থিত ইলেকট্রিক কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

—-ইউএনবি