জেলা প্রতিনিধি, সাভার:
ঢাকার ধামরাইয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। ডিবি পুলিশ জানায়,গত মাসের ২৮ জুন রাজধানীর আফতাব নগরে গরুর হাটে বেশ কয়েকজন গরু ব্যবসায়ী গরু বিক্রি করে সেখানে রাতে একটি ট্রাকে করে কম ভাড়ায় জামালপুরে যাওয়ার জন্য উঠেন গরু ব্যবসায়ী আবেদীন ফকিরসহ তার সহযোগীরা। এসময় ট্রাকটি ধামরাই এলাকায় থামালে একদল সশস্ত্র ডাকাতদল ট্রাকে উঠে গরু ব্যবসায়ীদের হাত পা বেঁধে মারধর করে নগদ ২৭ লক্ষ টাকা ও তাদের সঙ্গে থাকা মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীরা ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে ডিবি পুলিশ ভোর রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন সাহেব আলী (৩৫),২। রইছ উদ্দিন (৫৫), ৩। তারেক আলী মৃধা (২৫), ৪। মোঃ লালচান (২২) ৫। মোঃ হাফিজুর রহমান (৩৮)। এসময় আসামীদের নিকট হতে লুন্ঠিত সর্বমোট ১,৭০,০০০/- টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে,তারা পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে উক্ত ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে। এই ডাকাতচক্রের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।
আসামীদের ধামরাই থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
আরও পড়ুন
সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজন আটক
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
এফআইআরে নাম থাকলেই গ্রেপ্তার নয়, পুলিশ আগে তদন্ত করবে: ডিএমপি কমিশনার