October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 19th, 2022, 7:50 pm

ডিভোর্স চেয়ে বিয়ের কথা ফাসঁ করলেন লভলিনা

অনলাইন ডেস্ক :

তিনি যে বিয়ে করেছেন, সেটাই কেউ জানত না। পুরোটাই গোপন ছিল। হঠাৎ করে বিয়েবিচ্ছেদের মামলা করায় জানা গেল, ভারতের হয়ে অলিম্পিক পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই বিয়ে করেছেন। তার স্বামী নবনীত গোস্বামীও কখনো বিয়ের কথা ফাঁস করেননি। এবার গুয়াহাটির কামরূপের আদালতে মামলা দায়ের করেছেন লভলিনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক বছর সম্পর্কের পর ২০১৮ সালে প্রেমিক নবনীত গোস্বামীকে বিয়ে করেন আসাম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট লভলিনা। ঠিক কী কারণে স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, সেটা জানাননি ২৪ বছরের বক্সার। আসামের প্রথম নারী হিসেবে অলিম্পিক পদক জিতেছিলেন লভলিনা। তার বিয়ের কথা অবশ্য আগে জানা যায়নি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অলিম্পিকের সাফল্যের পর থেকে কোনো কারণে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় লভলিনার। দাম্পত্য সম্পর্কের সমস্যা প্রভাব ফেলছিল তার পারফরম্যান্সেও। যে কারণে এই বিচ্ছেদ হতে যাচ্ছে। উল্লেখ্য, আসামের ষষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে অর্জুন পুরস্কার পান লভলিনা। কেন্দ্রীয় সরকার তাকে মেজর ধ্যানচাঁদ খেল রতœ পুরস্কারেও ভূষিত করেছে।