April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 28th, 2021, 7:42 pm

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ক্যাটরিনার বিয়ে!

অনলাইন ডেস্ক :

তাঁরা বিয়ে করছেন, না কি করছেন না? এই রহস্য এখন তুঙ্গে। মিলছে না সঠিক উত্তর। বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলের বিয়ে নিয়ে জল্পনা চলছে বিনোদন অঙ্গনের সর্বত্র। যেদিন রিয়েলিটি শো কফি উইথ করণ-এর এক পর্বে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, অনস্ক্রিনে ভিকি কুশলের সঙ্গে তাঁর জুটি বেশ মানাবে, সেদিন থেকেই গুঞ্জন চলছে দুজনের প্রেমপর্ব নিয়ে। কিন্তু এ সম্পর্ক রহস্যময় থেকে গেছে। বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া এর আগে জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। সম্প্রতি ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যম ফের জানায়, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন! ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরে প্রকাশ, বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এ যুগল। তাঁদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তাঁরা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে। এ খবর প্রকাশের পরেই অন্তর্জালজুড়ে ভিকি-ক্যাটের ডিসেম্বরের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। ভক্তরা রাজকীয় বিয়ের আয়োজন দেখার জন্য উন্মুখ। তবে বুধবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে স্বয়ং ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তাহলে গুঞ্জনের কী হেতু, এমন প্রশ্নে ক্যাটরিনা পোর্টালটি বলেন, ১৫ বছর ধরে তিনি এমন খবর শুনছেন। কিন্তু বৃহস্পতিবার ফিরতি প্রতিবেদনে বলিউড লাইফের দাবি, ভিকক্যাটের বিয়ের সঠিক খবরের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা। ক্যাটরিনা স্বীকার না করলেও নতুন খবর বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করবেন এ যুগল। একই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। রাজস্থানের সাওয়াই মধুপুরে একটি রয়েল ভেন্যুতে তাঁদের বিয়ে হবে। শোনা যাচ্ছে, চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। ৭০০ বছর আগে রাজস্থানের রাজপরিবার এ দুর্গের মালিক ছিল। বহুল প্রতীক্ষিত ভিকক্যাটের বিয়ে ঘরোয়া আয়োজনে হবে, না কি বলিউড তারকাদের জমজমাট উপস্থিতি থাকবে, তা এখনও জানাতে পারেনি বলিউড লাইফ। বিবাহোৎসবের বিশদ এখনও প্রকাশ হয়নি। তবে ভক্তদের জানার আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। তাঁরা একটি রাজকীয় আয়োজন দেখার জন্য মুখিয়ে। কবে বিয়ে করবেন ভিকক্যাট, তা সময়ই বলে দেবে।