October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:15 pm

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শত কোটির সিনেমা

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। দেশের সিনেমায় প্রথম ডিজিটালের ছোঁয়া তার হাত ধরেই। বিগ বাজেটে হলিউডি স্টাইলে ‘দিন: দ্য ডে’ সিনেমাও নির্মাণ করেছেন এই প্রযোজক। এই নায়ক দাবি করেছেন, এর বাজেট ১০০ কোটি টাকা। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। শনিবার রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন অনন্ত জলিল। এ সময় তিনি বলেন, ‘‘দর্শক সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর ‘দিন দ্য ডে’ মুক্তি পাবে।’’ বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী। কয়েক মাস আগে ‘দিন দ্য ডে’ সিনেমার ট্রেইলার ও মোশন পোস্টার প্রকাশ করা হয়েছিল।