October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 8:22 pm

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৫০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে এ পর্যন্ত ৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৫০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে। শিগগির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের মধ্যে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে। বাংলাদেশের করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় সারাবিশ্ব এখন প্রশংসা করছে। বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ অনেক রাষ্ট্র ভ্যাকসিনসহ বিভিন্ন সহযোগিতা দিতে এগিয়ে আসছে। শনিবার (৯ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে বিভিন্ন পূজাম-পে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দুর্গাপূজায় সরকারের ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূজায় আনন্দ করবেন, প্রার্থনা করবেন কিন্তু করোনার কথা ভুলে গিয়ে অতিমাত্রায় আনন্দ করে বিপদ টেনে আনবেন না। খেয়াল রাখতে হবে আনন্দটা যেন আনন্দই থাকে। তিনি আরও বলেন, করোনা অনেক কমে গেছে। কিন্তু বাড়তে তো সময় লাগবে না। আপনারা দেখেছেন অনেক রাষ্ট্রে করোনা আবার বাড়ছে। আমরা চাই না আমাদের দেশে কোনো অনুষ্ঠানের মাধ্যমে করোনা আবার বাড়ুক। ধর্মের পাশাপাশি বিজ্ঞানটাও মাথায় রেখে চলতে হবে। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহাসহ পূজা উদযাপন পরিষদ নেতারাসহ বিভিন্ন পূজাম-পের সভাপতি ও সম্পাদকরা বক্তব্য রাখেন।