অনলাইন ডেস্ক :
সৌদি প্রো লিগে বসতে যাচ্ছে তারার হাট। ক্রিস্তিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ ছেড়ে আল ইত্তিহাদে যোগ দিয়েছন। সম্ভাব্য যেসব তারকাকে ঘিরে একই গুঞ্জন। সেই তালিকার অ্যাঙ্গেল ডি মারিয়াও এক মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফ্রি এজেন্ট হয়ে যাওয়ায় তাকে ঘিরে জোর গুঞ্জন হয়তো সৌদি আরবের কোনো ক্লাবেই যাচ্ছেন তিনি! বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন উইঙ্গারও যে সৌদি ক্লাবগুলোর নজরে আছেন সেটা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের দেওয়া সূত্র মতে বিশ্বকাপ অথবা চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এমন তারকাদেরই লোভনীয় প্রস্তাব দিচ্ছেন তারা। ডি মারিয়ার মতো সেই তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদরিচ, টটেনহাম গোলকিপার উগো লরি ও ফরাসি এনগোলো কন্তেও।
সবাই ক্যারিয়ারের শেষ লগ্নে এসে পৌঁছেছেন যদিও। এমন গুঞ্জনের মাঝে ডি মারিয়া জুভেন্টাস ছেড়ে যাওয়ায় দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি। তার আগে জুভেন্টাস থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে ডি মারিয়া সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘মনের এই শান্তি নিয়ে ক্লাবকে বিদায় বলছি যে অনেক চেষ্টার পরেও শিরোপা জয় সম্ভব হয়নি।’ ইনস্টাগ্রামে ৩৫ বছর বয়সী বিশ্বকাপ জয়ী আরও বলেছেন, ‘শিরোপা জিততে ব্যর্থ হওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। পাশাপাশি এই আনন্দ নিয়েও যাচ্ছি যে, চমৎকার এক ড্রেসিংরুমের অংশ হয়েছিলাম, যেখানে অনেক বন্ধু পেয়েছি।’ সাত মৌসুম পিএসজিতে কাটিয়ে তুরিনের ক্লাবটিতে ডি মারিয়া যোগ দিয়েছিলেন। ট্রফিহীন মৌসুমে ক্লাবটিতে ৪০ ম্যাচ খেললেও গোল করেছেন মাত্র ৮টি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা