বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, এই সময়ের মধ্যে, ডেঙ্গু জ্বরে আরও ১ হাজার ৭৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে ৮৪৫ জনকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯১০ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া রাজধানীতে ৩ হাজার ৫২২ জনসহ মোট ৫ হাজার ৯৩৭ জন ডেঙ্গু রোগী এখন সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এ পর্যন্ত, ২৭ হাজার ৫৪৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ সময় ২১ হাজার ৪৫৫ সুস্থ হয়েছেন।
দেশে গত বছর ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছেন। এ ছাড়া, গত বছর ৬২ হাজার ৪২৩ জন এ রোগে আক্রান্ত হন এবং ৬১ হাজার ৯৭১ জন সুস্থ হয়েছেন। ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের