October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 28th, 2023, 9:50 pm

ডেঙ্গু: আক্রান্তের হারে ঊর্ধ্বগতি, হাসপাতালে ভর্তি ৬৭ জন

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্য। ছবিটি রোববার মুগদা জেনারেল হাসপাতাল থেকে তোলা।

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের হারে ঊর্ধ্বগতি হয়েছে। রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ১৮০ জন ঢাকায় এবং ২৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্য। ছবিটি রোববার মুগদা জেনারেল হাসপাতাল থেকে তোলা।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় এক হাজার ১৭৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৯৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ৫৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ৯৮৭ জন ঢাকার ও বাকি ৫৬২ জন অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

—–ইউএনবি