October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 9:31 pm

ডেঙ্গু আক্রান্ত ১৯ হাজার ছাড়াল

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ হাজার ১৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৯ জন।

কন্ট্রোল রুম জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন।

বর্তমানে সারা দেশে ৯০১ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৭৩১ জন ও রাজধানীর বাইরে আক্রান্ত ১৭০ জন হাসপাতালে ভর্তি আছেন।