নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ হাজার ১৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ১৫৯ জন।
কন্ট্রোল রুম জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন।
বর্তমানে সারা দেশে ৯০১ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৭৩১ জন ও রাজধানীর বাইরে আক্রান্ত ১৭০ জন হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন
বাংলাদেশের রপ্তানিকারকরা সক্রিয়, মার্কিন শ্রম নীতি নিয়ে খুব উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী মোমেন
জাতীয় নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের সময় শেষ
আবারও রবিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির