নিজস্ব প্রতিবেদক:
সকাল ৮টা থেকে বুধবার (৩ নভেম্বর) সকাল ৭৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৭৭ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ১৩১ জন ঢাকায় এবং বাকি ৪৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭২২ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৫৭০ জন রোগীকে ঢাকার ৪৬ টি সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।বাকি ১৫২ জন দেশের বিভিন্ন জেলায় চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৪ হাজার ১২০ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৩ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪ জন মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।
আরও পড়ুন
দাম বেড়েছে সবজি ও মুরগির
গোপালগঞ্জ সফরে নির্বাচনী আচরণবিধি রক্ষা করেছেন প্রধানমন্ত্রী
২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস