নিজস্ব প্রতিবেদক :
দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এই তথ্য জানিয়েছে।
নতুন রোগীর মধ্যে ২১০ জনকে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

রাজধানীতেই বেশিরভাগ রোগী পাওয়া গেছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৯৫২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮৮৪ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা ঢাকার বাইরে আছেন।
গত ১ আগস্ট থেকে প্রতিদিনই ২শ’র বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।
জানুয়ারি থেকে প্রায় ৫ হাজার ৫৩৪ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫১৬ জনকে সুস্থ হওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।
বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় ২০০০ সালে। ওই বছর ৯৩ জন মারা গিয়েছিল।
আরও পড়ুন
সরকার ঘোষিত নির্ধারিত দামে মিলছে না এলপিজি গ্যাস
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন মন্ত্রিপরিষদে
বুধবার অবরোধ, বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি