October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 5th, 2023, 11:36 am

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সাভার:

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে (২১) তুলে নিয়ে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত রাহাত সরকারকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রাহাত সরকার (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব চান্দেনা গ্রামের সাঈদ সরকারের ছেলে। বর্তমানে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় থাকে। অভিযুক্ত রাহাত বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মারকাজুল ইসলাম আকাশের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত।

মামলার অন্য আসামিরা হলেন- সাভারের বিরুলিয়ার আক্রান নামাপাড়ার জলিলের ছেলে মনছুর (৪০), একই গ্রামের নজরুলের ছেলে আশিক(২২), সাধনের ছেলে সাহিম(২৩), টিপুর ছেলে টুটুল (২৪)। নিহত হাসিবুল হাসান অন্তর ময়মনসিংহ জেলা কাচারি পাড়া এলাকার ভাটিপড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে৷তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শেষ বর্ষের শিক্ষার্থী।

শনিবার বেলা ১২টার দিকে সাভার মডেল থানায় এবিষয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (পিপিএম)।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বিরুলিয়ার খাগান এলাকায় যান হাসিবুল হাসান অন্তর ও ফয়সাল সিদ্দিকী বাপ্পী। এসময় পূর্ব বিরোধের জেরে রাহাত সরকার, মনছুর, আশিক, সিফাত, সাহিম ও টুটুলসহ ১০/১২ জন অন্তরের সঙ্গে থাকা ফয়সাল সিদ্দিকী বাপ্পীকে চর থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। পরে অন্তরকে অপহরণ করে পাশ্ববর্তী বউবাজারের একটি বাগানে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আহত অন্তরকে আশুলিয়ার রাজু হাসপাতাল ও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ নভেম্বর অন্তর মারা যান।

এ ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর মো. বদরুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দয়ের করলে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে প্রধান আসামি রাহাত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।