অনলাইন ডেস্ক :
দীর্ঘদিন ধরেই ঢালিউড ইন্ডাস্ট্রি এক অন্ধকার সময় পার করছিল। মাঝে করোনাভাইরাস মহামারি যেন ঢাকাই সিনেমার দুর্দশা আরও বাড়িয়ে দেয়। তবে সীমাবদ্ধতা, চরম প্রতিকূলতা আর অসংখ্য প্রতিবন্ধকতা পেরিয়ে ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিগত কয়েক বছরের চিত্র পর্যালোচনায় দেখা যায়, দেরিতে ও ধীরে হলেও ঢালিউডের সিনেমার মান, বৈচিত্র্য, জনপ্রিয়তা সবই বিকশিত হচ্ছে। এবারের ঈদ-উল-আজহায় যেন সেটি আরও বেশি বোধগম্য হলো। ঈদে মুক্তি পাওয়া “সুড়ঙ্গ”,“প্রিয়তমা”,“প্রহেলিকা”,“ক্যাসিনো”- সবগুলো সিনেমাই দর্শকদের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে। এরই মধ্যে জানা গেল, দেশের গ-ি পেরিয়ে “সুড়ঙ্গ” আর “প্রিয়তমা” সিনেমাটি বিদেশেও মুক্তি পাচ্ছে। মুক্তির পরপরই দেশের বাজারে চলচ্চিত্র দুটি ভরপুর ব্যবসা করছে। বেশিরভাগ প্রেক্ষাগৃহেই চলছে হাউজফুল শো। এবার সেই আঁচ বিদেশের প্রেক্ষাগৃহেও লাগবে।
ঈদের পরদিন গত শুক্রবার স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক জানান, আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে শাকিব খান ও ঈধিকা পাল অভিনীত “প্রিয়তমা” সিনেমাটি। মার্কিন মুলুকে ছবিটির পরিবেশনার দায়িত্বেও থাকবে প্রতিষ্ঠানটি। শুরুতে যুক্তরাষ্ট্রে মুক্তির তালিকায় ছিল দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ফিল্ম “অন্তর্জাল”। কিন্তু ঈদের আগে শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। মূলত সে কারণেই প্রবাসী বাঙালিদের জন্য উপহার হিসেবে মার্কিন মুলুকে মুক্তি পাবে “প্রিয়তমা”। সজীব সপ্তক বলেন, “উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না।
নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে। আজ মঙ্গলবার হলের পূর্ণাঙ্গ তালিকা ও সময় জানানো হবে।” একইদিন “সুড়ঙ্গ” দিয়ে অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে ঢুকবেন আফরান নিশো। রায়হান রাফী পরিচালিত “সুড়ঙ্গ” ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় পা রাখলেন জনপ্রিয় এ টিভি অভিনেতা। বঙ্গজ ফিল্মসের পরিবেশনায় আগামী ৭ জুলাই “সুড়ঙ্গ” সিনেমাটি মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ৬টি শহরে। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহের ২৫টি শোর ৭০% টিকেট বিক্রি হয়ে গেছে। এদিকে, ঢালিউডের জন্য সুসংবাদ নিয়ে এসেছে গত বছরের অন্যতম আলোচিত এবং ব্যবসাসফল সিনেমা “হাওয়া”। ভারতের ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে আগামী ৭ জুলাই মুক্তি পাবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি। গত কয়েক দিন ধরেই প্রতিষ্ঠানটি জোর প্রচারণা চালাচ্ছে ছবিটি নিয়ে।
“হাওয়া” সিনেমার মুখ্য চরিত্র চান মাঝির ভূমিকায় অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। তার সেই লুক শেয়ার করে সনি লিভের ফেসবুক পেজে বলা হয়, “বোটের সারেং চান মাঝি। শক্ত হাতে যেমন ধরে হাল, তেমনি হাতের মুঠোয় রাখে তার খালাসীদের। তারা কি কেউ জানে, চানের অন্ধকার অতীত বর্তমানে কেন ঝড় হয়ে আসছে? ‘হাওয়া’ আসছে আগামী ৭ জুলাই।” তিনটি আলোচিত সিনেমা শেষ কবে একইদিনে ভিনদেশের পর্দায় দেখা গিয়েছিল, তা বের করতে গেলে হয়তো ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে গলদঘর্ম হতে হবে। তবে যাই হোক, দিনশেষে এটা ঢালিউডের জন্যই ইতিবাচক। ইন্ডাস্ট্রির মানুষদের ধারণা, এ ধারা অব্যাহত থাকলে ঢাকাই সিনেমার সুদিন আসতো বেশি দেরি নেই।
আরও পড়ুন
উত্তর প্রদেশে ভবন ধস, নিহত ১০
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
অর্থসংকটে পিসিবি, বন্ধ হলো নারী ক্রিকেটারদের ভাতা