September 29, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 30th, 2022, 8:49 pm

ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে

গত বছরের শেষে করোনার আতঙ্ক কাটিয়ে আবারও পুরোনো রূপে ফেরার চেষ্টা ছিল ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির। যা অনেকাংশে সফল। ব্যবসায়িক সমীকরণ নিয়ে আশার কথা না থাকলেও, দর্শক আবারও যে হলমুখি হওয়া শুরু করেছিল সেটিই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। তাই ধারণা করা হয়েছিল ২০২২ সালের শুরুটাও জমে উঠবে।

সেই ধারণা শেষ পর্যন্ত হতাশ করলেও, ঈদুল ফিতরের সময়টা আবারও পাল্টে দেয় সবকিছু। এস এ হক অলিক নির্মিত ‌‌‌‌‌‌‌‌‘গলুই’ ও এম রহিম নির্মিত ‘শান’ সিনেমা দুটি ব্যাপক সাড়া ফেলে এক সম্ভাবনার দিকে নিয়ে যায় ঢালিউড ইন্ডাস্ট্রিকে। একই মাসে মুক্তি পায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পূণ্য’। একাধিক তারকা নিয়ে সিনেমাটি নতুন এক উদাহরণ তৈরি করে।

ঢাকাই সিনেমার এই সুবাতাস আপাতত থামছে না। কারণ জুন মাসেও জমজমাট থাকছে দেশের প্রেক্ষাগৃহগুলো। এরইমধ্যে মুক্তির ঘোষণা দিয়েছে ৪ সিনেমা। সেগুলো হলো- ‘অমানুষ’, ‘আগামীকাল’, ‘বিক্ষোভ’ ও ‘তালাশ’।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি ঘোষণার পর থেকেই রয়েছে আলোচনায়। যার কয়েকটি কারণের মধ্যে রয়েছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বড়পর্দায় অভিষেক এবং চিত্রনায়ক নিরব হোসেনের লুক ও গল্প। সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ১৭ জুন। এতে আরও অভিনয় করেছেন- মিশা সওদাগর, নওশাবা, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ প্রমুখ।

১৭ জুন আরও মুক্তি পাবে চিত্রনায়িকা শবনম বুবলি অভিনীত ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এই সিনেমায় নায়ক চরিত্রে রয়েছেন আজাদ আদর। এছাড়াও অভিনয় করেছেন- আসিফ খান, দীপক খান, ফকরুল বাশার, মিলি বাশার প্রমুখ। এরইমধ্যে
ইউটিউবে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে আবারও দেখা যাবে ঢাকাই সিনেমায়। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’-এ অভিনয় করেছেন তিনি। ১০ জুন মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে মূল চরিত্রে রয়েছেন চিত্রনায়ক শান্ত খান। এতে আরও অভিনয় করেছেন- বাংলাদেশের সাদেক বাচ্চু, শিবা শানু, সাবেরি আলম প্রমুখ। এছাড়াও কলকাতা থেকে রয়েছেন- রাহুল দেব, রজতাভ দত্ত, জয়দীপ মুখার্জী, শুভশ্রী কর।

জুন মাসে প্রথমেই প্রেক্ষাগৃহে উঠবে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’। সম্প্রতি এ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সংবাদ সম্মেলন। ঘোষণা হয় ৩ জুন মুক্তি পাবে সিনেমাটি। এরমধ্য দিয়ে প্রায় ১৫ বছর পর বড়পর্দায় জুটি বেঁধেছেন মামুনুন ইমন ও জাকিয়া বারি মম। এছাড়া আরও অভিনয় করেছেন- সূচনা আজাদ, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী, সাবেরি আলম প্রমুখ।

এখন পর্যন্ত চারটি সিনেমা মুক্তি নিয়ে আলোচনা চললেও তালিকায় রয়েছে আরও দুটি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সৌমেন রায় বাবু জানান, ৩ জুন মুক্তির আবেদন করেছে ‘ভাইয়া রে’ ও ১০ জুনের আবেদনে রয়েছে ‘হৃদয় মাঝারে তুমি’ সিনেমা দুটি। তবে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

জুনে যেকটি সিনেমা মুক্তির তালিকায় রয়েছে সবগুলোই এরইমধ্যে আলোচনায় রয়েছে। এখন অপেক্ষা মুক্তির পর দর্শকরা কীভাবে কোনটি গ্রহণ করছে। তবে এক মাসে এতগুলো সিনেমা মুক্তি নিয়ে সেব উচ্ছ্বসিত ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট সবাই। সবার প্রত্যশা বছরের প্রতিটি মাস যেন এমন আলোচনায় থাকে ঢালিউড ইন্ডাস্ট্রি।

—-ইউএনবি