October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 6th, 2023, 7:45 pm

ঢাকার আশুলিয়ায় বাসে আগুন

ঢাকা আশুলিয়ায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের পেছনের বেশ কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ইতিহাস পরিবহন নামে বাসটি বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী উঠানামা করানোর সময় এর পেছন অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখতে পাওয়া যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, স্থানীয়রা নিজেরাই পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

—-ইউএনবি