October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 28th, 2022, 7:37 pm

ঢাকার গায়িকা কলকাতার ‘দিদি নাম্বার ওয়ান’

অনলাইন ডেস্ক :

চলতি বছরটা বিভিন্ন চমকেই মাতিয়ে চলেছেন গায়িকা সিঁথি সাহা। একের পর এক করে চলেছেন ভারতীয় প্রজেক্ট। এবার তো ছিনিয়ে নিলেন বিজয়-মুকুটও। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর সিজন-৯ বিজয়ী হলেন ঢাকাই শিল্পী সিঁথি সাহা। কলকাতার অসম্ভব জনপ্রিয় এই শো থেকে এর আগে এমন বিজয়-মালা ঢাকার আর কাউকে পরতে দেখা যায়নি। টলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি উপস্থাপন করেন এই গেম শো। অনুষ্ঠানটি বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। জানা যায়, সেলিব্রেটিদের নিয়ে বিশেষ পর্বে অংশ নিয়েছেন সিঁথি। খেলায় জিতে পেয়েছেন সোনার নেকলেসসহ অনেকগুলো পুরস্কার ও ক্রেস্ট। সিঁথিবলেন, ‘আমার ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান। কাকতালীয়ভাবে এতে অংশ নিলাম। গত (২১ এপ্রিল) এর শুট হয়েছে। আরও বিস্ময়কর বিষয়, আমি বিজয়ী হয়েছি! এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।’ জানা যায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় এটি জি বাংলায় প্রচার হয়। এদিকে, সিঁথি সম্প্রতি গাইলেন টলিউডের গান। সিনেমার নাম ‘বনবিবি’। নির্মাণ করছেন রাজদীপ ঘোষ। শুধু টলিউড নয়, সিঁথি সাহার গান হচ্ছে বলিউডেও! কলকাতার আগে এ গায়িকা গিয়েছিলেন মুম্বাই সফরে।সেখানে উপমহাদেশের প্রখ্যাত ভজন ও গজলশিল্পী অনুপ জালোটার সঙ্গে ‘উনকে খ্যায়ালো মে’ শিরোনামে একটি গজলে কণ্ঠ দিয়েছেন সিঁথি। গত মাসে মুম্বাইয়ের ‘রি এন রাগা’ স্টুডিওতে গজলটির রেকর্ডিং হয়। অনুপ জালোটার সঙ্গে এটি প্রথম গান সিঁথির। বলিউডেও প্রথম।