October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 15th, 2023, 7:48 pm

ঢাকায় ফেলুদা খ্যাত সব্যসাচী

অনলাইন ডেস্ক :

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত শনিবার বিকেলে। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে থাকছে ফাখরুল আরেফীন খানের ‘জেকে ১৯৭১’। এরমাধ্যমে প্রথমবার ঢাকার দর্শক দেখতে চলেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি! এরআগে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘জেকে ১৯৭১’। সর্বশেষ কলকাতা চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ছবিটি। এবারই প্রথম ঢাকার দর্শক দেখবে ফাখরুল আরেফীন খানের এই ছবিটি। ‘জেকে ১৯৭১’ ছবির অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন ফেলুদা খ্যাত কলকাতার তারকা অভিনেতা সব্যসাচী। ছবিটি দেখতে ইতোমধ্যে তিনি ঢাকায় অবতরণ করেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাত ফাখরুল আরেফীন খান। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর, ব্যাগে বোমা ও হাতে রিভলবার নিয়ে ফ্রান্সের প্যারিসের অর্লি বিমানবন্দরে দাঁড়ানো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের একটি বোয়িং ৭২০ বিমানের ককপিটে উঠে পড়েন ফরাসি নাগরিক জ্যঁ ক্যুয়ে। বিমানটিকে রানওয়েতে পাঁছ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন তিনি। তার একমাত্র দাবি ছিলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও ত্রাণসামগ্রী! ২৮ বছর বয়সী সেই দুরন্ত সাহসী সেই যুবককে নিয়ে নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’। এটিকে বলা হচ্ছে, ‘মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা।’ নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস এর ব্যানারে নির্মিত সিনেমায় দুঃসাহসী ফরাসী যুবক জ্যঁ ক্যুয়ের চরিত্র রূপদান করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও আরও অভিনয় করেছে সব্যসাচী চক্রবর্তী, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি ও পশ্চিমবঙ্গের ইন্দ্রানীলসহ আরো প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।