October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 22nd, 2021, 1:08 pm

ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

ছবি: পি আই ডি

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ককে এগিয়ে নিতে এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করতে তিনদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টকে স্বাগত জানান। এসময় ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীরও উপস্থিত ছিলেন।

সফরে দ্বিপাক্ষিক অন্যান্য বিষয় ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, জনশক্তি রপ্তানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সফরকালে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ একাধিক মন্ত্রীর সাথে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফয়সাল নাসিম ২০১৮ সালের ১৭ নভেম্বর পাঁচ বছরের মেয়াদে শপথ নেন।

এর আগে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ্ চলতি বছরের মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে বাংলাদেশ সফর করেন।

—ইউএনবি