November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 13th, 2022, 7:04 pm

ঢাকা ছাড়লেন বলি-টলিউডের একঝাঁক তারকা

অনলাইন ডেস্ক :
অনেকটা চুপিসারেই ১২ মার্চ দিবাগত রাতটা ঢাকায় কাটালেন বলি-টলিউডের একঝাঁক তারকা। এদের মধ্যে ছিলেন বলিউডের সানি লিওনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, শেফালি ও কণ্ঠশিল্পী কৈলাস খের। টলিউড তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী। উদ্দেশ্য ছিল বিয়ে পার্টিতে নেচে-গেয়ে জমিয়ে তোলা। রাজধানীর একটি কনভেনশন হলে এদিন রাতে অনুষ্ঠিত হয় গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা। সেখানেই নানা জৌলুসে হাজির হয়েছিলেন তারা। আর সকাল গড়াতেই সবাই উড়াল দিয়েছেন ভারতে। এদের মধ্যে কেবল সানি লিওনিরই আসার খবর চাউর হয়। তিনি নিজেই এটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন। কিন্তু অন্যরা বেশ গোপনেই ঢাকা এসে নেচে-গেয়ে-খেয়ে গেলেন বিয়ে। এদিকে, গত শনিবার রাতেই ফারজানা মুন্নীর পারিবারিক ওই আয়োজনের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হতে থাকে। যেখানে দেখা যায়, নেচে-গেয়ে মাতিয়ে যাচ্ছেন সানিসহ অন্যরা। কণ্ঠশিল্পী ঐশীর কণ্ঠে গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে সানিকে। সঙ্গে ছিলেন ঢাকার একঝাঁক শিল্পী। গেয়েছেন কৈলাশ খেরও। উল্লেখ্য, বলিউড ও টলিউড থেকে যারা এই আয়োজনে আসেন তারা সবাই ফারজানা মুন্নীর আরেক প্রতিষ্ঠান টিএম রেকর্ডস-এর মডেল। এরমধ্যে সানি লিওনি, নারগিস ফাখরি, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রতিষ্ঠানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সম্প্রতি।