তিন দিনের সফর শেষে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়া।
সোমবার সকালে ঢাকা বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার সন্ধ্যায় শেষ হওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরের ছবি সম্বলিত একটি অ্যালবাম তিনি সুলতানের হাতে তুলে দেন।
এর আগে শনিবার বিকালে সুলতান ঢাকায় আসেন। সফরের প্রথমদিন তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশ জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকসহ চারটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তিতে সই করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
দাম বেড়েছে সবজি ও মুরগির
গোপালগঞ্জ সফরে নির্বাচনী আচরণবিধি রক্ষা করেছেন প্রধানমন্ত্রী
২৮ অক্টোবর থেকে অবরোধ-হরতালে ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে: ফায়ার সার্ভিস