September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 28th, 2022, 8:18 pm

ঢাকা টেস্টে মোসাদ্দেকের ভূমিকা কী ছিল?

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম টেস্টে চোট পেয়ে অফ স্পিনার নাঈম হাসান ছিটকে যাওয়ায় ঢাকা টেস্টে তার বদলি হিসেবে নেওয়া হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। কিন্তু ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচের স্কোরকার্ড দেখলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই দলে মোসাদ্দেক হোসেনের ভূমিকা কী ছিল? দুই ইনিংসে রান করেছেন ০ এবং ৯। বল হাতে নেই কোনো উইকেট। মলিন পারফরম্যান্স দিয়ে তিনি প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকেও খুশি করতে পারেননি। গত শুক্রবার শেষ হওয়া ঢাকা টেস্টের পর দলে মোসাদ্দেকের ভূমিকা নিয়ে ডমিঙ্গো বলেন, ‘মোসাদ্দেক খেলেছে কারণ পঞ্চম বোলার হিসেবে কাউকে প্রয়োজন ছিল আমাদের। আমাদের মনে হয়েছিল, দিনে ১৫ ওভার বোলিং করে দিতে পারবে সে। আমি কখনোই চারজন বোলার নিয়ে খেলার পক্ষপাতী নই। আগেও এটার কারণে আমাদের ভুগতে হয়েছে। এখানেও ভুগতে হয়েছে, কারণ যতটা আশা করেছিলাম, ততটা করতে পারেনি মোসাদ্দেক।’ কিন্তু মোসাদ্দেকের জায়গায় ইয়াসির আলী রাব্বি তো ভালো অপশন ছিলেন। তাকে একাদশে না নেওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘রাব্বিকে খেলালে আট নম্বরে ব্যাটিং করাতে হতো। যেটার কোনো মানে নেই। আমাদের মনে হয়েছিল, মোসাদ্দেক হয়তো প্রায় মিরাজের মতোই করতে পারবে। মিরাজকে না পাওয়া একটা বড় ক্ষতি। কারণ সে অনেক ওভার বোলিং করে, নিয়ন্ত্রিত বল করে, উইকেট নেয়, ব্যাটিংও করে। এটাই কারণ (মোসাদ্দেককে নেওয়ার)। ‘